সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে অবস্থিত তিতাস আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে দক্ষিণ সুরমা থানা-পুলিশ। রবিবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এএসআই আবদুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৪ জন নারী ও ৬ জন পুরুষকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতরা ওই হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
আটক ব্যক্তিরা হলেন:
জুনেদ মিয়া (২৭)
আরিফুর রহমান (২৭)
রিয়াদ (২৬)
চমক আলী (৪১)
সমর আলী (৫০)
শাহ আলম (৩১)
রুপা বেগম (৩৮)
রিয়া আক্তার (২৫)
জান্নাত (২৭)
সুমা আক্তার সুমি (২৪)
দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, হোটেলের ব্যবস্থাপনার দিক নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, “জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সমাজে অনৈতিকতা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD