
টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে এগোচ্ছে ভারত। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এ বছরের এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর হঠাৎই থেমে যায় তাদের জয়ের ধারা। তবে অবশেষে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই জয়োৎসব ফিরিয়ে এনেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
২৯ অক্টোবর ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ফলে সিরিজে সমতা ফেরানোর মিশনে আজ (হোবার্টে তৃতীয় ম্যাচে) নেমে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা (২৫) ও শুবমান গিল (১৫) দ্রুত আউট হয়ে দলকে চাপে ফেলে দেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ২৪ রান করে ফেরেন। তবে তিলক ভার্মা (২৯) ও অক্ষর প্যাটেল (১৭) দলের ইনিংসকে স্থিতিশীল করেন।
শেষদিকে ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মার ব্যাটে আসে ঝড়ো রান। ষষ্ঠ উইকেটে তাদের ২৫ বলে ৪৩ রানের জুটি ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। জিতেশ ১৩ বলে ২২ রানে অপরাজিত থেকে ১৯তম ওভারে নির্ধারক চার মেরে জয় নিশ্চিত করেন। ওয়াশিংটন ২৩ বলে ৪৯ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক হন।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৪ ওভারে ৩৬ রানে ৩ উইকেট নেন। হ্যাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়নিস পান একটি করে উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। অজিরা ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তোলে। টিম ডেভিড ৩৮ বলে ৭৪ ও মার্কাস স্টয়নিস ৬৪ রান করেন। ভারতের আর্শদীপ সিং ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান।
🏏 সিরিজ অবস্থা: ভারত ১ - ১ অস্ট্রেলিয়া
📍 পরবর্তী ম্যাচ: সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামী সপ্তাহে সিডনিতে অনুষ্ঠিত হবে।