১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’; পথে পুলিশের বাধা

admin
প্রকাশিত ০১ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১৬:৩০:৪৩
অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’; পথে পুলিশের বাধা

Manual1 Ad Code

সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের ঘোষিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি যমুনার উদ্দেশে যাত্রা শুরু করলে কদম ফোয়ারা এলাকায় পুলিশ তাদের পথরোধ করে।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। বাধার মুখে শিক্ষকরা কিছুক্ষণ অবস্থান নিয়ে পুনরায় প্রেস ক্লাবের সামনে ফিরে গিয়ে তাঁদের দাবি উপস্থাপন করেন।

এরপর সংগঠনের পক্ষ থেকে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হয়। প্রতিনিধিদলে ছিলেন—সংগঠনের সভাপতি মো. ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সহসভাপতি সুরুজ্জামান, জীবন কৃষ্ণ সাহা, এম এ সালাম, আসাদুজ্জামান, এ এইচ এম সালেহ বেলাল ও আনোয়ার হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রিমা খাতুন জানান, আজ ৩৭তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি পাঁচ দফা দাবির কথা উল্লেখ করে বলেন—

Manual1 Ad Code

  • সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ

    Manual7 Ad Code

  • প্রতিবন্ধী–বান্ধব অবকাঠামো নিশ্চিতকরণ

  • বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৩ হাজার টাকা শিক্ষা ভাতা

  • মিড-ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন

  • ভকেশনাল শিক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে কোটা অনুসারে চাকরির সুযোগ নিশ্চিত করা

    Manual7 Ad Code

রিমা খাতুন বলেন, “সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

Manual3 Ad Code