১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

admin
প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২১:৫৮:০৯
অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

Manual2 Ad Code

রিসোর্টে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম নুরুল আলম (৩৩)। সোমবার রাতে উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে এ ঘটনা ঘটে।

 

 

Manual1 Ad Code

 

 

Manual4 Ad Code

নিহত নুরুল আলম (৩৩) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।

 

 

Manual4 Ad Code

 

 

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘হোটেলটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে অইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

 

 

 

 

 

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলেমান আহম্মেদ বলেন, ‘ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার বন্ধুরা। তার শরীর থেকে মদের ঘ্রাণ পান চিকিৎসক। তবে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।

 

 

 

 

স্থানীয়দের অভিযোগ, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। সোমবার সন্ধ্যার পর কয়েকজন বন্ধু মিলে মদের আসর বসান নুরুল। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

যদিও হোটেলটির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন।