সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
রিসোর্টে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম নুরুল আলম (৩৩)। সোমবার রাতে উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম (৩৩) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘হোটেলটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে অইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলেমান আহম্মেদ বলেন, ‘ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার বন্ধুরা। তার শরীর থেকে মদের ঘ্রাণ পান চিকিৎসক। তবে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। সোমবার সন্ধ্যার পর কয়েকজন বন্ধু মিলে মদের আসর বসান নুরুল। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যদিও হোটেলটির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD