১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

admin
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২১:১৩:৫৯
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (৬ ডিসেম্বর) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন উদ্বোধন করেন এবং গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রি প্রদান করেন।

Manual4 Ad Code

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, অভিভাবক, লেখক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্য

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন,
“জুলাই আন্দোলনের আত্মত্যাগ নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব জ্ঞানচর্চা ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, যা শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় সম্ভব।”

সমাবর্তন বক্তার বক্তব্য

ড. মিলন নব-গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন,
“গ্র্যাজুয়েশন কোনো সমাপ্তি নয়, বরং নতুন যাত্রার শুরু। পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা, অধ্যবসায় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন জরুরি।”

অন্যান্য অতিথির বক্তব্য

  • ইউজিসি সদস্য ড. আনোয়ার হোসেন বলেন, অতীশ দীপঙ্করের আদর্শ অনুসরণ করে বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎবান্ধব নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন জানান, দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা ৪০ লাখ হলেও বিশ্ববিদ্যালয়টি দক্ষতা উন্নয়ন ও যুগোপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই)।

ডিগ্রি ও অ্যাওয়ার্ড

এবারের সমাবর্তনে ২ হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।
এর মধ্যে বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন ২৭ জন শিক্ষার্থী—

Manual4 Ad Code

  • ৬ জন: চ্যান্সেলরস অ্যাওয়ার্ড

  • ৫ জন: বিওটি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড

  • ১৬ জন: ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন।

Manual5 Ad Code