অনলাইন জুয়া নিয়ে তদন্ত প্রতিবেদন

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

অনলাইন জুয়া নিয়ে তদন্ত প্রতিবেদন

অনলাইন জুয়ার বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কাকরাইলের বাসিন্দা তানজিম রাফিদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘অনলাইন জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান।

আদেশের বিষয়ে আইনজীবী মাহিন এম রহমান বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারা বের করবে কীভাবে এটা পরিচালিত হচ্ছে, কারা কারা জড়িত এবং এটা রোধ করতে কী কী প্রয়োজন।

সর্বশেষ নিউজ