অনুমতি প্রশ্নে সিলেটে বইমেলা স্থগিত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

অনুমতি প্রশ্নে  সিলেটে  বইমেলা স্থগিত

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু সেই বই মেলা উদ্বোধনের আগেই স্থগিত হয়ে গেছে পুলিশের অনুমতি প্রশ্নে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বইমেলা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বইমেলা প্রতিহত করা হবে এমন শঙ্কা থাকায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছেন মেলার বিষয়ে। পুলিশের লিখিত কোন পত্র দেখালেই সিটি কর্পোরেশন মেলার অনুমতি দিতে পারবে।

 

সিলেট সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ নিয়ে বইমেলা করার যাবতীয় প্রস্তুতিও নেয় প্রকাশক পরিষদ।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা । তবে শেষ মুহূর্তে সিটি সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে বইমেলা আয়োজনে অনুমতি দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম এ প্রতিবেদক কে জানান, অনুমতি দেয়ার কোন কাজ পুলিশের নয়। পুলিশের কাজ নিরাপত্তা দেয়া।

বইমেলার অনুমতির বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকার এ প্রতিবেদক কে জানান, আমাদের নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানে আমরা অনুমতি দিয়ে থাকি কিন্তু বইমেলা নিয়ে নিরাপত্তার সংখ্যা দেখা দেয়ায় আমরা পুলিশের ক্লিয়ারে এসেছি আয়োজকদের কাছে। কারণ কোন বিঘ্ন ঘটলে আমাদের তো পুলিশ নেই। নিরাপত্তা দিবে কে?

পুলিশের ক্লিয়ারেন্স দেখালেই যথারীতি বইমেলার অনুমতির বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের কোন বাধা বিপত্তি নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ