
দুবাই, প্রতিনিধি :
এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ কিংবা বয়সভিত্তিক টুর্নামেন্ট—সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে উত্তেজনার ঘাটতি ও সৌজন্যের অভাব। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে করমর্দন দেখা যায়নি, মাঠেও ছিল না সেই চিরচেনা ‘হাইপ’।
বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয় ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচের দৈর্ঘ্য এক ওভার কমিয়ে ৪৯ ওভারের করা হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
৪৯ ওভারে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় শুরু থেকেই। মাত্র ১৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা দাঁড়ায় ৩০ রানে। পঞ্চম উইকেটে ফারহান ইউসাফ ও হুজাইফা হাসান ৬৫ বলে ৪৭ রানের জুটি গড়ে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও সেটিই ছিল পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ জুটি। ২৪তম ওভারের শেষ বলে অধিনায়ক ফারহান ইউসাফকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন বৈভব সূর্যবংশী।
একপ্রান্ত আগলে রেখে হুজাইফা হাসান লড়াই চালালেও অন্যপ্রান্ত থেকে কোনো সহায়তা পাননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান ৪১.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন হুজাইফা। ৮৩ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। শেষ তিন উইকেট পড়ে মাত্র ১২ রানে। ৪২তম ওভারের দ্বিতীয় বলে আলী রাজাকে (৬) আউট করে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন কিশান সিং।
ভারতের বোলিংয়ে তিনটি করে উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহান। কিশান সিং শিকার করেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতও পুরো ৪৯ ওভার খেলতে পারেনি। ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন অ্যারন জর্জ। ৮৮ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। কনিষ্ক চৌহান ব্যাট হাতে ৪৬ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান।
ব্যাট ও বল হাতে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন কনিষ্ক চৌহান। বোলিংয়ে ১০ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩টি উইকেট।