ডিএল মেথডে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯
সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজটা একেবারেই হতাশাজনক গেছে বাংলাদেশের জন্য। আফগানিস্তানের কাছে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে মেহেদি হাসান মিরাজদের দল। তবে সিনিয়রদের ব্যর্থতার পর একটু হলেও স্বস্তি এনে দিয়েছে জুনিয়ররা।
আজিজুল হাকিম তামিমদের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ডিএল মেথডে ৫ রানে হারিয়েছে। ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে শেষ পর্যন্ত বৃষ্টি–বিঘ্নিত অবস্থায় জয় পায় বাংলাদেশ দল।
সিরিজের বাকি চারটি ম্যাচেও ভালো পারফরম্যান্স ধরে রাখার প্রত্যাশা করছে তরুণ টাইগাররা।