১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অনেক জল্পনা-কল্পনা শেষে গোবিন্দগঞ্জে মৎস্য ব্যবসায়িক সেড ঘরের শুভ উদ্বোধন আজ

admin
প্রকাশিত ০৩ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩১:৫২
অনেক জল্পনা-কল্পনা শেষে গোবিন্দগঞ্জে মৎস্য ব্যবসায়িক সেড ঘরের শুভ উদ্বোধন আজ

Manual8 Ad Code

ফকির হাসান,সুনামগঞ্জ থেকেঃ- সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় বহু প্রতীক্ষিত মৎস্য ব্যবসায়িক সেড ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন— এই সেড ঘর চালু হওয়ার মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসার প্রসার ঘটবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং মাছ সংরক্ষণ ও বিপণন আরও সহজ হবে। আরও বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান। এসময় স্থানীয় মাছ ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থাপনাটির সুষ্ঠু ব্যবস্থাপনার আশা ব্যক্ত করেন। উদ্বোধনের পর ব্যবসায়ীদের উপস্থিতিতে সেড ঘর আনুষ্ঠানিকভাবে চালুকরণ ঘোষণা করা হয়। ঘটনাটি এলাকায় ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।