সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের অনেক মাদ্রাসা সরকারের দেওয়া লবণ ও কোরবানির পশুর চামড়া আলাদা বিক্রি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার প্রথমবারের মতো চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তাঁরা ধাক্কা খেয়েছেন।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়াশিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থরক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারেন, সে জন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD