সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় সিলেট রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখা।
সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলামের
সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখেছেন : ৫ আগস্টের পর দেশ স্বাধীন হলেও আমাদের নেতা এ টিএম আজহার কেন কারাগারে? অবিলম্বে তার মুক্তি না দিলে জেল ঘেরাও কর্মসূচিও দিতে পারে জামায়াতে ইসলামীএমনটাই মন্তব্য করেছেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহার যুদ্ধা অপরাধ দন্ডে আসামি হলেও দলের নেতারা বলছেন এটা ছিল শেখ হাসিনার সাজানো ট্রাইবুনাল। তাই মানবিক কারণেই তারা ওই নেতার মুক্তি চান।
মঙ্গলবার দুপুর থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মী রেজিস্ট্রারি মাঠে সমবেত হতে থাকে। তারা বলতে থাকে” দাবি মোদের একটাই আজহারর ভাইয়ের মুক্তি চাই ”
পরে সেখানে সমাবেশ করে দলটি নেতারা । এতে দলে দলে মিছিল সহকারে জামায়াতের বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD