
ঢাকার সাভারে অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে শ্রমিক–মালিকদের অবরোধের মুখে পড়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে বলিয়ারপুর এলাকায় ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করলে আদালত অভিযান না করেই ফিরে যেতে বাধ্য হন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, ইটভাটার শ্রমিক–মালিকেরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সাভারের হেমায়েতপুর ও ভাকুর্তা এলাকার অবৈধ ইটভাটায় অভিযান চলার কথা ছিল। আগাম তথ্য পেয়ে বেলা ১১টার দিকে শতাধিক শ্রমিক–মালিক বলিয়ারপুর এলাকায় মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিক ও মালিকেরা ইটভাটায় অভিযান বন্ধ ও বন্ধ থাকা ভাটা পুনরায় চালুর দাবিতে স্লোগান দিতে থাকেন। এই সময় ঢাকাগামী ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বিক্ষোভকারীদের মুখোমুখি হয় এবং বিক্ষোভের চাপের কারণে অভিযান স্থগিত করা হয়।
সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে অভিযান পরিচালনার কথা ছিল। পরিস্থিতি জটিল হওয়ায় তিনি অভিযান না করেই ফিরে যান। পরে পুলিশ ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুমান কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে—সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় মানের প্রায় তিন গুণ বেশি। এর ফলে এলাকা মারাত্মক বায়ুদূষণযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
শুষ্ক মৌসুমে এখানকার দূষিত বায়ু রাজধানী ঢাকায় প্রবেশ করে শহরের বায়ুদূষণ আরও বাড়ায়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ১৭ আগস্ট সমগ্র সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর।
পরিপত্র অনুযায়ী, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত:
টানেল ও হফম্যান ছাড়া অন্য কোনো ইটভাটায় ইট পোড়ানো যাবে না
উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ
নতুন দূষণসম্ভাব্য শিল্প প্রতিষ্ঠার ছাড়পত্র দেওয়া যাবে না
তথ্য অনুযায়ী, সাভারের শতাধিক ইটভাটার মধ্যে মাত্র দুটি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ইট তৈরি করে।
অভিযান স্থগিতের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, ‘সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করার পর নিয়মিত অভিযান চলছে। আজ হেমায়েতপুর ও ভাকুর্তায় অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু মহাসড়ক অবরোধের কারণে অভিযান সম্ভব হয়নি। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ফিরে এসেছি।’