১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবৈধ ভাবে ট্রলি দিয়ে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি-নষ্ট হচ্ছে সড়ক

admin
প্রকাশিত ০৯ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩ ০১:৩২:০৬

Manual3 Ad Code

অবৈধ ভাবে ট্রলি দিয়ে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি-নষ্ট হচ্ছে সড়ক

নিজস্ব প্রতিবেদকঃ-  অবৈধ ভাবে ট্রলি দিয়ে চলছে ফসলী জমির মাটি কাটার উৎসব। এক ফসলী কৃষি জমি পরিনত হচ্ছে পুকুর-ডোবায়। ফসলের উৎপাদন কমছে পরিবেশ হচ্ছে দূষিত। মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়নের গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রাম। অবৈধ মাহেন্দ্র চলাচলের কারনে ধুলার কুয়াশায় ডেকে গেছে ইউনিয়নের অফিস আঙ্গিনা এবং স্কুল কলেজ।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এমনি চিত্র দেখা গেছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চারাবই গ্রাম।হাওর থেকে অবৈধ ভাবে প্রকাশ্যে ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে অবৈধ ভূমি খেকো কোনাশালেশ্বর গ্রামের আব্দুল গফুরের ছেলে তুতু।

 

Manual8 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বালিঙ্গা উচ্চ বিদ্যালয় এবং বালিঙ্গা বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায় ধুলার কুয়াশায় ডেকে গেছে। এতে করে যাতায়াতে নানা শ্রেণির মানুষের শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। বাড়ছে জনমনে ক্ষোভ। ধুলার কারনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছেনা। চলাচলকারী মানুষজন পড়েছে ধুলোবালির বিড়ম্বনায়।

 

Manual5 Ad Code

শেওলা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম শেখ বলেন ১ ফসলি জমি থেকে ভেকু দিয়ে অপরিকল্পিত ভাবে মাঠি কেটে নিয়ে যাচ্ছে একটি ভূমিখেকো তুতু,ধুলাবালিতে নষ্ট করছে পরিবেশ। বাচ্চারা স্কুলে যেতে পারেনা ধুলার কারনে।কুটি কুটি টাকা খরছ করে সড়ক নির্মান করা হয়েছে। আর অসাধু ব্যাবসায়ী তুতু তার মুনাফা লাভের জন্য ট্রাক এবং মাহেন্দ্র ট্রলি চালিয়ে সড়ক কে ধ্বংস করছে আমরা উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি।

 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান সড়ক দিয়ে চলাচল করার সময় মাটি পরিবহন করা মাহেন্দ্র ট্রলি বেপরোয়া গতিতে চলাচল করার কারনে আমরা আতঙ্কে থাকি, ধুলাবালির কারণে নাক চেপে স্কুলে আসা যাওয়া করতে হয় সেই সাথে পোষাক নষ্ট হয় এবং পরিবেশ দুষন হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার বলেন,এই বিষয়ে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।