১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভিনয় ও লেখালেখিতে নিজের জায়গা তৈরি করছেন নির্জন মমিন

admin
প্রকাশিত ২৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২৩:৩৯:৩৭
অভিনয় ও লেখালেখিতে নিজের জায়গা তৈরি করছেন নির্জন মমিন

Manual8 Ad Code

এফ এম হাসান :: বাংলাদেশের বিনোদন অঙ্গনে বডি শেমিং একটি নীরব কিন্তু ভয়ংকর সামাজিক বাস্তবতা। আর সেই বাস্তবতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব কণ্ঠ একজন অভিনেত্রী ও স্ক্রিপ্ট রাইটার—নির্জন মমিন। স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী একজন মানুষ হয়েও ২০০৯ সাল থেকে থাইরয়েড ও হরমোনজনিত জটিলতায় তার ওজন বাড়তে শুরু করে। পরবর্তীতে একাধিক দুর্ঘটনা ও মেজর সার্জারির কারণে ওজন আরও বৃদ্ধি পায়। সেই সময়েই তিনি উপলব্ধি করেন—এই সমাজে একজন মানুষের গুণ, অর্জন কিংবা যোগ্যতার চেয়ে তার শরীরের গড়নই বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

Manual5 Ad Code

 

 

ওজন বাড়ার পর থেকেই শুরু হয় অব্যাহত বডি শেমিং। না জেনেই অনেকেই ধরে নেয়, অতিরিক্ত খাবারই তার ওজন বৃদ্ধির কারণ। বাস্তবতা না বুঝে কটুক্তি আর হাসির নামে অপমান—যা একজন মানুষের মানসিক ক্ষত গভীর করে তোলে। কর্পোরেট জগতে কাজ করার পাশাপাশি ২০২০ সাল থেকে নিয়মিতভাবে নাটক ও টেলিফিল্মে অভিনয় করে আসছেন নির্জন মমিন। এ সময়ের মধ্যে তিনি অসংখ্য একক ও ধারাবাহিক নাটক, টেলিফিল্মে কাজ করেছেন এবং পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের প্রতিটি কাজেই তিনি নিজেকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছেন, যেন শরীরের গড়ন নয়—তার অভিনয় দক্ষতাই হয়ে ওঠে পরিচয়ের মূল জায়গা।।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

 

 

কারণ দেশের মিডিয়ায় এখনো প্রচলিত ধারণা—মোটা অভিনেতা বা অভিনেত্রী মানেই কমেডি চরিত্র, অপ্রয়োজনীয় হাস্যরস, খাবারের দৃশ্য কিংবা ব্যঙ্গাত্মক ব্যাকগ্রাউন্ড মিউজিক। তিনি প্রশ্ন তোলেন—একজন মানুষের জীবন কি শুধু মোটা-শুকনোর মধ্যেই সীমাবদ্ধ? এই মানুষগুলোর কি কোনো গল্প নেই? ২০২২ সালে প্লাস সাইজ মানুষদের আত্মমর্যাদা ও সৌন্দর্য তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন নির্জন মমিন। এটি ছিল তার আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থানের একটি শক্ত বার্তা। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত স্ক্রিপ্ট লেখেন। লেখালেখি তার রক্তে—তার বাবা প্রয়াত কমল মমিন ছিলেন একজন লেখক, কবি ও সাংবাদিক। বর্তমানে মিডিয়ার কাজের পাশাপাশি তিনি স্বামীর সঙ্গে পারিবারিক ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত। গত এক মাসে তিনি চারটি নাটকে অভিনয় করেছেন এবং দুটি নাটকের স্ক্রিপ্ট লিখেছেন। এর মধ্যে একটি নাটক ইতোমধ্যে মুক্তি পেয়েছে, বাকি নাটকগুলো খুব শীঘ্রই টেলিভিশন পর্দায় প্রচারিত হবে। নির্জন মমিনের স্বপ্ন—তিনি একজন অভিনেত্রী হিসেবেই পরিচিত হতে চান। দর্শক যেন তাকে বিচার করে তার অভিনয় দিয়ে, শরীরের গড়ন দিয়ে নয়। তিনি চান, কমেডি চরিত্রে আটকে না থেকে বৈচিত্র্যময় চরিত্রে নিজের অভিনয় ক্ষমতার স্বাক্ষর রাখতে। নির্জন মমিন মনে করেন, আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি যেভাবে আমাদের তৈরি করেছেন, সেইভাবেই আমরা সুন্দর। অন্যকে ছোট করার মধ্যে কোনো বীরত্ব নেই। তার এই অবস্থান শুধু ব্যক্তিগত লড়াই নয়, বরং সমাজে মানবিকতা, সহানুভূতি ও সম্মানের বার্তা পৌঁছে দেওয়ার এক দৃঢ় প্রয়াস।

Manual7 Ad Code