১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার ঠাঁই হলো সাফারি পার্কে

admin
প্রকাশিত ০৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:৩৬:১৪
অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার ঠাঁই হলো সাফারি পার্কে

Manual6 Ad Code

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঢাকার কাজলা ব্রিজে অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করেছেন। উদ্ধার করা হনুমান সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে।

 

 

Manual5 Ad Code

বুধবার দুপুরে সাফারি পার্ক গাজীপুরে উদ্ধার হওয়া ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান হস্তান্তর করেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান বুঝিয়ে দিয়েছেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

Manual6 Ad Code

 

 

Manual2 Ad Code

মুখপোড়া হনুমানগুলো পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হবে। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ঢাকার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ সময় দুজনকে আটক করা হয়। অভিযুক্তরা হনুমানগুলো চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

 

 

Manual3 Ad Code

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের তত্ত্বাবধানে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানগুলো সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে।