১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত ৪ শিক্ষার্থী

admin
প্রকাশিত ২৩ এপ্রিল, বুধবার, ২০২৫ ০০:০৩:১৮
অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত ৪ শিক্ষার্থী

Manual2 Ad Code

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও সাড়া দেননি তাঁরা। কর্মসূচিতে থাকা আরও ২৭ শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অন্য এক শিক্ষার্থীর অভিভাবক এসে তাঁর সন্তানকে অনশন থেকে নিয়ে গেছেন।

Manual1 Ad Code

উপাচার্য মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে গতকাল সোমবার বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন শুরু করেন ৩২ শিক্ষার্থী।

আজ অনশনরত এক শিক্ষার্থী বলেন, ‘কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে অথবা তাঁকে নিজ থেকে পদত্যাগ করতে হবে। খুলনায় যে গরম, এখানে প্রায় ৪৫ ডিগ্রির মতো তাপ অনুভব হচ্ছে। এমন অবস্থায় আমরা কতক্ষণ বেঁচে থাকব জানি না।’

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন, কাল (বুধবার) কুয়েটে তদন্ত কমিটি আসছে। আমরা এই তদন্ত কমিটির নিন্দা জানিয়েছি। ভিসিকে অপসারণ না করে তদন্ত কমিটি কেন আসবে?’

Manual8 Ad Code

এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালকসহ বেশ কয়েকজন শিক্ষক অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন। এ সময় তাঁরা জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টাও করেন। তবে শিক্ষার্থীরা সাড়া দেননি।

Manual2 Ad Code