
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মোহাম্মদ শামিকে না রাখায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় তারকা পেসার, আর তার মন্তব্যের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন শামি। আইপিএলের ১৮তম আসরে চোট পাওয়ার পর তিনি ঘরোয়া ক্রিকেটের দুলীপ ট্রফিতে ফিরে আসেন। ফলে সমর্থকরা আশা করেছিলেন, তিনি অস্ট্রেলিয়া সিরিজে ফিরবেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।
এক সাক্ষাৎকারে শামি বলেন,
“দলে কে থাকবে বা থাকবে না সেটা আমার হাতে নেই। ফিটনেসের সমস্যা থাকলে আমি বেঙ্গলের হয়ে খেলতে পারতাম না। চার দিনের ম্যাচ খেলতে পারলে আমি ওয়ানডেও খেলতে পারব।”
শামির অভিযোগ, বোর্ড তাঁর ফিটনেস নিয়ে সঠিক তথ্য নেয়নি। তিনি বলেন,
“আমার কাজ প্রস্তুতি নেওয়া ও ম্যাচ খেলা। ফিটনেস আপডেট নেওয়া আমার দায়িত্ব নয়।”
এ বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন,
“আমার সঙ্গে কথা বললে আমি শামিকে উত্তর দিতে পারব। গত কয়েক মাসে ওর সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফিট থাকলে ও ইংল্যান্ড সফরের দলেই থাকত। অস্ট্রেলিয়া সফরের দলে রাখার ইচ্ছা ছিল, কিন্তু সে ফিট ছিল না। ফিট হলে ভবিষ্যতে অবশ্যই দলে ফেরানো হবে।”