
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও অ্যাশেজ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। সেই লক্ষ্য পূরণে নতুন করে সাজানো হচ্ছে কোচিং প্যানেল। এবার সেখানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড সেকারকে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাশেজ ও বিশ্বকাপজয়ী এই অভিজ্ঞ কোচকে এবার স্পেশালিস্ট স্কিল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত তিনি ইংল্যান্ডের পেস বোলারদের নিয়ে কাজ করবেন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে সফল হওয়ার উপায় বাতলে দেবেন।
ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে,
“ডেভিড সেকার দলের বোলারদের সঙ্গে কাজ করবেন বিশেষ পরামর্শক হিসেবে। তাঁর অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার কন্ডিশনে বড় ভূমিকা রাখবে।”
বর্তমানে ইংল্যান্ডের পেস বোলিং কোচ টিম সাউদি, যিনি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শেষে আইএলটি–টোয়েন্টি লিগে অংশ নিতে যাবেন। তাঁর অনুপস্থিতিতে ইংল্যান্ডের পেস আক্রমণ সামলাবেন সেকার।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন তিনি।
সেই সময়ই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার অ্যাশেজ জিতেছিল।
২০২২ সালে ইসিবি তাঁকে পুনরায় দলে ফেরায়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজেও কোচিং স্টাফে ছিলেন সেকার।
ইংল্যান্ড দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে রয়েছে। অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বে দলটি এবার প্রতিপক্ষের মাঠে জয় ছিনিয়ে আনার লক্ষ্যেই এগোচ্ছে।