
সংযুক্ত আরব আমিরাত, ২১ ডিসেম্বর:
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে শিরোনাম লিখল দুবাই ক্যাপিটালস।
বিকেলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এবারের টুর্নামেন্টে ৭ ম্যাচে ৮.২৯ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করে ডেজার্ট ভাইপার্সকে ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রানে আটকে দেন। ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়া সাকিব কোনো চার-ছক্কা হজম করেননি। তিনি ফখর জামান এবং স্যাম কারানের উইকেট নেন। সাকিবের বোলিংয়ে জহুর খান, মোহাম্মদ গজনফার ও আরব গুলও দুটি করে উইকেট নিয়েছেন।
গালফ জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়ে দুবাই ক্যাপিটালস ৮ পয়েন্টে পৌঁছেছে। সমান ৮ পয়েন্ট রয়েছে এমআই এমিরেটসের, যেখানে খেলছেন সাকিব আল হাসান। তবে নেট রানরেটের কারণে এগিয়ে আছে দুবাই ক্যাপিটালস (+0.836)। এমআই এমিরেটসের নেট রানরেট +0.341।
ম্যাচ শেষে মোস্তাফিজ বলেন, “আজকের ইনিংসে নিজের পরিকল্পনা মতো বোলিং করতে পেরেছি। দলকে জয় দিতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সাকিব আল হাসানও বলেন, “দলকে সঠিক সময়ে সাপোর্ট দিতে পেরেছি, যা আমাদের জন্য ভালো ফলাফল এনেছে।”