১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আইনের শাসন প্রতিষ্ঠায় সততার চর্চা করতে হবে —সিনিয়র জেলা ও দায়রা জজ সিলেট

admin
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২২:৩৮:৪০
আইনের শাসন প্রতিষ্ঠায়  সততার চর্চা করতে হবে —সিনিয়র জেলা ও দায়রা জজ সিলেট

Manual8 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট এর কনফারেন্স হলে শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম. ইলিয়াসের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কলি’র সঞ্চালনায় উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে সততার চর্চা করতে হবে। তিনি আরো বলেন, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে অনেক বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

 

 

 

Manual6 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন। সিলেট জেলার থানাসমূহ কর্তৃক আদালতে সাক্ষী উপস্থাপন, পরোয়ানা তামিল ও তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত পরিসংখ্যান পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন কনফারেন্সের ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ধ্রুব জ্যোতি পাল। এছাড়া ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব (অসবহফসবহঃ) ঙৎফরহধহপব, ২০২৫ ও ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব (ঝবপড়হফ অসবহফসবহঃ) ঙৎফরহধহপব সম্পর্কে এবং বিচারকার্যে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয়ে আলোকপাত করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ওমর ফারুক।

 

 

 

Manual5 Ad Code

 

কনফারেন্সে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যুৎ আদালত, সিলেটের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) কাজী ইয়াসিন হাবীব, পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান, সিলেটের বিজ্ঞ পিপি এডভোকেট আশিক উদ্দিন। এপ্রিল-জুলাই সময়কালে সাক্ষী উপস্থিতকরণ, পরোয়ানা তামিল, তদন্ত প্রতিবেন প্রেরণ ও অন্যান্য প্রশাসনিক কাজ সুচারুভাবে সুসম্পন্ন করার জন্য কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়ালকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল মিয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমীন আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, ডিসি প্রসিকিউশন, এসএমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, ৪৮ বিজিবি সিলেটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্ত্তী, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও, কো-অর্ডিনেটর ডা. মোঃ আতিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ, হাইওয়ে পুলিশের সার্কেল এএসপি মির্জা সাইজুদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখ্ত জুবের, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জান্নাতুল নাঈম, জঅই-৯ এর এসএসপি মোঃ মমিনুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, ফরেনসিক মেডিসিন বিভাগের ডা. এম বজলুর রহমান, পোস্ট অফিস পরিদর্শক বাবলু রায়, নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফারাজ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মামুনুর রশিদ। এছাড়াও সিলেট জেলা পুলিশের সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন।