১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আইভীর জামিন ফের নামঞ্জুর

admin
প্রকাশিত ০৯ জুলাই, বুধবার, ২০২৫ ১৭:২৬:০৭
আইভীর জামিন ফের নামঞ্জুর

Manual8 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আইভীর আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, সজল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকার একটি জুতা কারখানার শ্রমিকের কাজ করতেন। গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিতে নিহত হন সজল।

এ ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

Manual6 Ad Code

 

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

 

 

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজ্ঞ আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় করা সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে আমরা ন্যায়বিচার পাইনি। তাই আমরা ওনার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় করা সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত সেটি নামঞ্জুর করেছেন।’

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২ জুন দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের একই আদালত।