সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
আইয়ুব করম আলীকে গ্রেফতারের দাবিতে
ছাতকের গোবিন্দগঞ্জে মানব বন্ধন
ফকির হাসান :: ছাতকে আওয়ামী দালাল স্বৈরাচারের সহযোগী আইয়ুব করম আলীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন শেষে একই দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেছে।
আইযুব করম আলী উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদের গাও ইউনিয়নের বুড়াইরগাও- সুহিতপুর গ্রামের সাজিদ আলীর পুত্র এবং তিনি যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক বর্তমানে যুক্তরজ্য আওয়ামী লীগের একজন
স্বক্রীয় কর্মী।
২০০৮ সালে তিনি ছাতক-দোয়ারাবাজার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা করে ব্যর্থ হন। বিগত আওয়ামী সরকারের দুটি বিতর্কিত নির্বাচনে তিনি সুনামগঞ্জ ৫,ছাতক দোয়ারাবাজার আসনে প্রার্থী ছিলেন।
মানব বন্ধনে জয়নাল উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,ছাত্র নেতা মাহবুব আহমদ,ইমদাদুর রহমান ইমন,আমির হোসাইন,আব্দুল আজিজ ফয়ছল,মাহবুবুর রহমান রাহী,আবুল ফজল, তাহমিদ শাফি,আব্দুর রাজ্জাক সায়মন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পারভেজ আহমদ, সাব্বির আহমদ, মীয়া মোহাম্মদ সাদ,আল ইমরান আবির,নাছিম আহমেদ এনাম, এ এইচ নাঈম,ইমন রহমান,মাসুম আহমেদ,সুবেদ আহমদ, সিফাত আহমদ, মির্জা ফয়ছল,রাজু আহমদ হাসান, এস এম তানিম শুভ।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন,ইমদাদূর রহমান ইমন,জয়নাল উদ্দিন, মতিউর রহমান,ছাত্র সমন্বয় জেলা সদস্য এম সাইফ উদ্দিন আহমেদ,রুহুল আমিন,উপজেলা সমন্বয়কারী মাহবুব জুবায়ের,মাহবুবুর রহমান রাহি,জয়নাল হোসাইন,তাহমিদ শাফি,এ এইচ নাঈম প্রমুখ।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান ছাত্র এবং বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD