২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্ত শুরু

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, রবিবার, ২০২৫ ১৮:২৩:০৮
আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্ত শুরু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

Manual6 Ad Code

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

Manual6 Ad Code

তাজুল ইসলাম বলেন, “মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “যদি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়, তখন বলা যাবে আওয়ামী লীগের বিচারের বিষয়টি কত দূর অগ্রসর হয়েছে।”

Manual4 Ad Code

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগে মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

Manual3 Ad Code