২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত

admin
প্রকাশিত ১৭ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২৫:৪০
আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তারা।

 

 

Manual1 Ad Code

 

 

Manual3 Ad Code

অভিযুক্তরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।

Manual2 Ad Code

 

 

 

বুধবার (১৬ জুলাই) হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual7 Ad Code

এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলা রয়েছে। এজাহারভুক্তরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী বুধবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।