১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আকিজ ফেক্টরিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৪

admin
প্রকাশিত ০২ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১১:৫০:১৯

Manual8 Ad Code

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আকিজ ভেঞ্চারের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন- চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া।

 

Manual5 Ad Code

 

এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে আমি ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।