১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আখাউড়া-সিলেট ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ

admin
প্রকাশিত ০১ নভেম্বর, শনিবার, ২০২৫ ১৫:৪৭:৫৬
আখাউড়া-সিলেট  ৮ দফা দাবিতে  রেলপথ অবরোধ

Manual6 Ad Code
 এই অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে। কুলাউড়া স্টেশনমাস্টার মো. রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘৮ দফা দাবি বাস্তবায়ন’ আন্দোলনের ব্যানারে সিলেট বিভাগে রেলপথ অবরোধ করা হয়েছে। অবরোধকারীদের বাধার মুখে সিলেটগামী পারাবত ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে। কুলাউড়া রেলস্টেশন অবরোধ করছেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা কুলাউড়া রেলস্টেশন অবরোধ করছেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন রেলস্টেশন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস প্রথমে শ্রীমঙ্গল রেলস্টেশন ও পরে কুলাউড়া স্টেশনে আটকে দেওয়া হয়। একই সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও রেলস্টেশনে আটকে দেওয়া হয়েছে। শ্রীমঙ্গল স্টেশনমাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘আন্দোলনকারীরা কিছু সময় পারাবত এক্সপ্রেস আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে।’ দীর্ঘ কয়েক মাস ধরে ‘৮ দফা দাবি বাস্তবায়ন কমিটি’ সিলেট-আখাউড়া রেলপথের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের অংশ হিসেবে আজ রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়। তাদের প্রধান দাবিগুলো হলো: সিলেট-ঢাকা এবং সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন আন্তনগর ট্রেন চালু করা। সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা। সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো এবং সিলেট-আখাউড়া লোকাল ট্রেন পুনরায় চালু করা। কুলাউড়া স্টেশনে টিকিটের বরাদ্দ বাড়ানো ও কালোবাজারি বন্ধ করা। সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা। সব ট্রেনে নতুন ইঞ্জিন ও যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন করা।অবরোধকারীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমাদের দাবিগুলো যুক্তিসংগত, কিন্তু রেল কর্তৃপক্ষ তা মানছে না। তাই বাধ্য হয়ে আজ আমরা সিলেট বিভাগের রেলপথ অবরোধের ডাক দিয়েছি।’
ChatGPT said:

আখাউড়া-সিলেট রেলপথে ৮ দফা দাবিতে রেল চলাচল বন্ধ, আটকা পড়েছে পারাবত ও পাহাড়িকা এক্সপ্রেস

Manual8 Ad Code

আখাউড়া-সিলেট রেলসেকশনে বন্ধ থাকা সব রেলস্টেশন পুনরায় চালু করাসহ ৮ দফা দাবিতে সিলেট বিভাগের রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসচট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুটি মাঝপথে আটকা পড়ে।

Manual2 Ad Code

কুলাউড়া স্টেশনমাস্টার মো. রোমান আহমেদ জানান, ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের’ ব্যানারে সিলেট বিভাগের বিভিন্ন স্টেশন অবরোধ করা হয়েছে। আন্দোলনকারীদের বাধার মুখে সিলেটগামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে এবং পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।

সকালে সিলেট বিভাগের একাধিক রেলস্টেশনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এর ফলে শ্রীমঙ্গল, কুলাউড়া, মাইজগাঁওসহ বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলে অচলাবস্থা তৈরি হয়।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল স্টেশনমাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘আন্দোলনকারীরা কিছু সময় পারাবত এক্সপ্রেস আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে।’

দীর্ঘ কয়েক মাস ধরে ‘৮ দফা দাবি বাস্তবায়ন কমিটি’ সিলেট-আখাউড়া রেলপথের উন্নয়ন, সংস্কার ও সেবা বৃদ্ধি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রুটে নতুন দুটি আন্তনগর ট্রেন চালু করা।

  • সিলেট–আখাউড়া সেকশনকে ডুয়েলগেজে উন্নীত করা

    Manual5 Ad Code

  • বন্ধ রেলস্টেশনগুলো পুনরায় চালু করা এবং লোকাল ট্রেন পুনর্বহাল করা।

  • কুলাউড়া স্টেশনে টিকিটের বরাদ্দ বাড়ানো ও কালোবাজারি বন্ধ করা।

  • সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন ও যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি দেওয়া।

আন্দোলনকারীরা জানান, “আমরা অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিগুলোতে কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই আজ রেলপথ অবরোধে নেমেছি।”

রেল চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে দুপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধই ছিল।