১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আখাউড়ায় ৪ লাখ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৯ মার্চ, বুধবার, ২০২৫ ২২:৪৯:০৮

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া চার লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফারুক ভুঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী শরীফা বেগম থানায় মামলা দায়ের করেছেন।

 

 

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুর হাসিমের স্ত্রী শরীফা বেগম জমি বিক্রির চার লাখ টাকা নিয়ে মঙ্গলবার (১৮মার্চ) সকাল ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন।

Manual8 Ad Code

 

 

এ সময় ধর্মনগর এলাকায় তার সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারিরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এলাকার লোকজন ছিনতাইকারিদের মধ্যে ফারুক ভুঁইয়া নামে একজনকে চিহ্নিত কওের আটক করে। পরে পুলিশ ফারুক ভুঁইয়ার কাছ থেকে ছিনতাই হওয়ার চার লাখ টাকা বিকেল তিনটার দিকে উদ্ধার করে।

 

 

 

Manual6 Ad Code

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শরীফা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code