
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফগানিস্তান আগামী সংস্করণেও শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আফগানিস্তান ইতিহাস গড়ে। তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ওই ম্যাচে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটে পরাজিত হয় রশিদ খান ও মোহাম্মদ নবির দল।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে আফগানিস্তানের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখেছেন হরভজন সিং। তবে শিরোপা জয়ের দৌড়ে নিজের দেশ ভারতকে সবচেয়ে এগিয়ে রাখছেন সাবেক এই অফ স্পিনার।
হরভজন বলেন, ‘ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। নিজেদের মাঠে খেললে তারা খুবই শক্তিশালী দল। কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা অন্যদের তুলনায় ভালো থাকবে। তবে বিশ্বকাপের চাপ আলাদা, সেটি সামলাতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অন্য দলগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া যেকোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকাও ফেভারিট থাকবে। তারা দারুণ ক্রিকেট খেলছে। স্পিন শক্তির কারণে আফগানিস্তানও খুবই শক্তিশালী দল। এশিয়ান কন্ডিশনে তারা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। এই চার দলকেই আমি সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখছি।’