প্রকৃতি আবারও সাজিয়েছে এক অপূর্ব আয়োজন। ৭ সেপ্টেম্বর রাতেই আকাশ ভরে উঠবে রক্তিম আভায়। এই দিন দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ বা বহুল আলোচিত ‘ব্লাড মুন’।
চন্দ্রগ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই দুর্লভ দৃশ্য দেখা যাবে। পৃথিবীর প্রায় ৮৫ ভাগ মানুষই এবারের চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবে।
বাংলাদেশ থেকেও খালি চোখে নিরাপদে দেখা যাবে। সূর্যগ্রহণের মতো বিশেষ চশমার প্রয়োজন নেই।
চাঁদ কেন লাল হয়ে যায়?
-
পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন চাঁদ ঢেকে যায় পৃথিবীর ছায়ায়।
-
সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে চাঁদের দিকে পৌঁছায়।
-
এ সময় নীল আলো বেশি ছড়িয়ে যায়, আর লাল ও কমলা আলো চাঁদের দিকে পৌঁছে তাকে লালচে রূপ দেয়।
-
একেই বলা হয় ‘রে লি স্ক্যাটারিং’।
-
নাসার মতে, যদি পৃথিবীর বায়ুমণ্ডলে বেশি ধোঁয়া, ধূলিকণা বা আগ্নেয়গিরির ছাই থাকে, তবে চাঁদ আরও গাঢ় লালচে বা তামাটে হয়ে দেখা যায়।
তাই ৭ সেপ্টেম্বর রাতটা হয়ে উঠতে যাচ্ছে ভোলার নয়। বাংলাদেশের আকাশে এই মায়াবী ‘ব্লাড মুন’ চোখ মেলে দেখার সুযোগ হাতছাড়া করবেন না।