সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে আগুনে ১৫ পরিবারের ২৮টি ঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবুপাড়ায় হিন্দু পল্লীতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা জানান, ধৈর্য নারায়ণ রায়ের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ১৫টি পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। একটি মোটরসাইকেল, দুটি বাইসাইকেল, একটি গরু, তিনটি ছাগল, স্বর্ণালংকার, আসবাব, ইলেকট্রনিকসামগ্রী, ধান-চাল ও নগদ অর্থসহ ঘরের সব পুড়ে গেছে।
শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, আগুনের ভয়াবহতায় ১৫টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে কয়েল থেকে আগুন লেগেছে। সার্বিক তদন্ত শেষে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। তবে আনুমান করা হচ্ছে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD