১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

‘আগে জনগণের সম্মতি, পরে বাস্তবায়ন’—গণভোটের গুরুত্ব নিয়ে আলী রীয়াজ

admin
প্রকাশিত ১১ জানুয়ারি, রবিবার, ২০২৬ ১৮:২৬:৫৫
‘আগে জনগণের সম্মতি, পরে বাস্তবায়ন’—গণভোটের গুরুত্ব নিয়ে আলী রীয়াজ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ১১ জানুয়ারি, ২০২৬

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, অতীতের গণভোটগুলোতে আগে সিদ্ধান্ত নিয়ে পরে সম্মতি চাওয়া হতো, কিন্তু এবার আগে জনগণের সম্মতি নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ করবে।

Manual5 Ad Code

আজ রোববার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

গণভোট ও সংসদ নির্বাচনের পার্থক্য

অধ্যাপক আলী রীয়াজ ভোটারদের বোঝার সুবিধার্থে ব্যালট পেপারের পার্থক্য তুলে ধরেন:

  • গোলাপি ব্যালট: এটি গণভোটের জন্য। এখানে কোনো দলীয় প্রতীক নেই, বরং ভোটাররা তাদের সম্মতির জন্য ‘টিক চিহ্ন’ ব্যবহার করবেন।

  • সাদা ব্যালট: এটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের রাজনৈতিক দল বা প্রতিনিধিকে ভোট দেবেন।

    Manual5 Ad Code

তিনি বলেন, “অনেকে জিজ্ঞাসা করেন গণভোটের মার্কা কী? উত্তর হলো—গণভোটের মার্কা হচ্ছে ‘টিক চিহ্ন’। আপনি যদি সংস্কার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতে চান, তবে ওই মার্কায় ভোট দিতে হবে।”

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে

বক্তৃতায় আলী রীয়াজ বলেন, বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে রাষ্ট্রের ভবিষ্যতের ‘চাবি’ তুলে দেওয়া হচ্ছে। ১৯৭১ সালের প্রতিশ্রুতি অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এটাই সুযোগ। তিনি উপস্থিত ইমাম ও আলেমদের উদ্দেশ্যে বলেন, “আসুন সকলে মিলে বলি—এ রাষ্ট্রের মালিক আমরা (জনগণ), আমরাই এর ভবিষ্যৎ ঠিক করে দেব।”

ঐতিহাসিক প্রেক্ষাপট

তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে ‘আগে প্রতিনিধি, পরে জনগণ’ নীতি চললেও বর্তমান অন্তর্বর্তী সরকার ‘আগে জনগণ, পরে প্রতিনিধি’ নীতিতে বিশ্বাসী। এই সুযোগ বারবার আসে না এবং আসাটা কাম্যও নয় বলে তিনি মন্তব্য করেন।

Manual1 Ad Code

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন।


আজকের (১১ জানুয়ারি, ২০২৬) প্রধান সংবাদগুলোর তালিকা আপনার জন্য আপডেট করা হলো:

  1. নির্বাচনী রাজনীতি: ইইউ প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক; ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবি।

    Manual4 Ad Code

  2. গণভোটের প্রচারণা: বরিশালে আলী রীয়াজের বক্তব্য; গোলাপি ব্যালটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব ব্যাখ্যা।

  3. কূটনীতি: মার্চে অধ্যাপক ইউনূসের জাপান সফর চূড়ান্ত।

  4. বৈশ্বিক বিশ্লেষণ: ড. নুরিয়েল রুবিনির মতে ইরানের শাসনব্যবস্থার পতন আসন্ন।

  5. প্রযুক্তি: .bd ডোমেইনে ৩৬% ছাড় দিল বিটিসিএল।

  6. দুর্ঘটনা: নেত্রকোনা ও নান্দাইলে পৃথক দুর্ঘটনায় দুই ছাত্র ও শিশুর মৃত্যু।