১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজিজ সুপার মার্কেটে কমিটি দ্বন্দ্বে উত্তেজনা, ফটকে তালা

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২২:১৬:১৮
আজিজ সুপার মার্কেটে কমিটি দ্বন্দ্বে উত্তেজনা, ফটকে তালা

Manual5 Ad Code

ঢাকা, ৩ অক্টোবর — রাজধানীর শাহবাগসংলগ্ন আজিজ সুপার মার্কেটে দোকান মালিক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বর্তমান কমিটির নেতারা হঠাৎ করে মার্কেটের সব ফটকে তালা ঝুলিয়ে দিলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ এ ঘটনায় অনেকে দ্রুত দোকান বন্ধ করে মার্কেট থেকে বেরিয়ে যান। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর ফটক খুলে দেয়। তবে এরপরও পুরোপুরি স্বাভাবিকতা ফিরে আসেনি।

বিকেলে মার্কেটে গিয়ে দেখা যায়, ভেতরে ক্রেতা-ব্যবসায়ীর উপস্থিতি কম, বিশেষ করে দোতলার অধিকাংশ দোকানপাট বন্ধ।

Manual4 Ad Code

মার্কেটের একটি বইয়ের দোকানের কর্মচারী জানান, গত বুধবার রাতে বর্তমান কমিটির নেতাদের সঙ্গে অপর পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়েছিল। দুর্গাপূজার কারণে বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকলেও আজ আবার উত্তেজনা দেখা দেয়। জুমার নামাজ শেষে কমিটির নেতারা ফটকে তালা ঝুলিয়ে দেন।

এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রায় পাঁচ দিন ধরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে। এ কারণেই বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাখা হয়েছিল। আজ খোলার পরও দুপুরে উত্তেজনা দেখা দিলে আমরা আতঙ্কে দোকান বন্ধ করে বাসায় চলে আসি।”

Manual2 Ad Code

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, “দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে একটি পক্ষ নতুন কমিটি গঠনের পক্ষে, অপর পক্ষ এর বিপক্ষে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে আজ দুপুরে একটি পক্ষ মার্কেটের কলাপসিবল গেট বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে বোঝানোর পর ফটক খোলা হয়।”

Manual7 Ad Code

ওসি আরও জানান, বর্তমানে মার্কেটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Manual4 Ad Code