সিলেট ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যখালীগ্রামের ইউপি সদস্য জাফরশেখ গ্রুপের সঙ্গে একই গ্রামের নূর ইসলাম ও রোস্তম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে জাফর শেখের এক সমর্থককে প্রতিপক্ষ রোস্তম গ্রুপের লোকজন মারধর করে। ওই ঘটনার জের ধরে শনিবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে আলমগীর শেখ, রহমান সরদার, এসকেন সরদার, মহাসেন সরদার, মাহিম, রোস্তম সরদার, লিমন সরদার, শরিফুল মোল্যা, কেসমত মোল্যা, শফিক মোল্যা, রেহাব মোড়ল, সাদ্দাম সিকদার, নুর ইসলাম ও সৌরভ সিকদারকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD