আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের তিতু মুজাদ্দার প্রেসক্লাব, ক্রিকেট প্যাভিলিয়ন ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন এবং ব্যবস্থাপনায় ছিল সিলেট জেলা ক্রীড়া সংস্থা। এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা টুর্নামেন্টের প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, খেলার সময়সূচি এবং অন্যান্য আয়োজন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার প্রতিটি উপজেলাকে নিয়ে অনুষ্ঠিতব্য এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ