১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর সংস্কারকৃত এজলাস উদ্বোধন

admin
প্রকাশিত ১৭ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২২:৪৯:০১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর সংস্কারকৃত এজলাস উদ্বোধন

Manual4 Ad Code

ঢাকা: সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার বেলা ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এজলাসটির উদ্বোধন করেন।

Manual2 Ad Code

এত দিন টিনশেড ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এখন থেকে পুরোনো হাইকোর্ট ভবনের উত্তর পাশে অবস্থিত নতুন এজলাসে ট্রাইব্যুনাল–২-এর বিচারিক কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনাল–২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ উভয় ট্রাইব্যুনালের অন্যান্য বিচারকেরা।

এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ নানা মানবতাবিরোধী অপরাধ এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

Manual2 Ad Code