১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক

admin
প্রকাশিত ২৭ আগস্ট, বুধবার, ২০২৫ ২২:০৯:৪৬
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক

Manual2 Ad Code

ঢাকা, ২৭ আগস্ট:
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর রেলভবনে এ বৈঠক শুরু হয়। এতে ১১ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া উপদেষ্টারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Manual8 Ad Code

এর আগে দুপুরে সরকার প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই কমিটি প্রত্যাখ্যান করে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের আগের তিন দফা দাবি

১. ইঞ্জিনিয়ারিং পেশায় প্রবেশ ও নবম গ্রেড (সহকারী প্রকৌশলী) পদে নিয়োগের জন্য পরীক্ষা বাধ্যতামূলক এবং প্রার্থীকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোনো কোটার মাধ্যমে পদোন্নতি বা সমমান পদ তৈরি করা যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী) পদে নিয়োগের জন্য ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।


৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশলী পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Manual1 Ad Code

নতুন পাঁচ দফা দাবি

১. শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

Manual1 Ad Code


২. পূর্বে গঠিত কমিটিকে বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে এবং শিক্ষার্থীদের তিন দফা দাবি দ্রুততম সময়ে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. আন্দোলনে আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


৪. শিক্ষার্থী রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে ও চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
৫. শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য দায়ী ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।

এদিকে শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়েছেন, নিজেদের পক্ষে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

Manual1 Ad Code