
আবারও ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো মেহেদী হাসান মিরাজের দল।
২৯৩ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৯৩ রানে অলআউট হয়। ইনিংসের সর্বোচ্চ রান সাইফ হাসানের ৪৩। বাকিদের রান ছিল এক অঙ্কের মতো। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ বলেন,
“ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করছে, কিন্তু ভুলের পুনরাবৃত্তি হলে দলের জন্য আরও কঠিন হবে।”
এর আগে আফগানিস্তান ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করে। মোহাম্মদ নবি ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন, ইবরাহিম জাদরান করেন ৯৫ রান।
সাম্প্রতিক সময়ে এটি বাংলাদেশের টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হার। সর্বশেষ ১২ ওয়ানডেতে ১০টিতেই পরাজিত টাইগাররা এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে।
আগামী ১৮ অক্টোবর থেকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।