১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা, বাদ ফারুকি-গুলবাদিন-করিম

admin
প্রকাশিত ২০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ ২১:০২:৫০
আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা, বাদ ফারুকি-গুলবাদিন-করিম

Manual2 Ad Code

এশিয়া কাপ শেষে আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে সাদা বলের দ্বৈরথ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আজ ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতের। তবে তরুণ দুই পেসার বশির আহমেদ ও আবদুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে দুটি সংস্করণের দলেই।

Manual5 Ad Code

সূচি অনুযায়ী, ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু ৮ অক্টোবর, এরপর ১১ ও ১৪ অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ।

Manual8 Ad Code

আফগানিস্তানের টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব-উর রহমান, ফরিদ মালিক, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমেদ।
রিজার্ভ: রহমত শাহ, গজনফার।

Manual6 Ad Code

আফগানিস্তানের ওয়ানডে দল

হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলখৈল, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, সেলিম সফি, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমেদ।
রিজার্ভ: বিলাল সামি, ফরিদুন দাউদজাই।