সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। তালেবান কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে আঘাত হানে। এর কেন্দ্র ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে, ফলে ক্ষয়ক্ষতি ভয়াবহ আকারে দেখা দিয়েছে। মূল ভূমিকম্পের পর অন্তত তিন দফা আফটার শক অনুভূত হয়।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গম পার্বত্য এলাকায় ভূমিকম্প হওয়ায় তথ্য সংগ্রহে সময় লাগছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং শত শত মানুষকে উদ্ধারে নামানো হয়েছে।
ভূমিকম্পের অভিঘাত রাজধানী কাবুলসহ প্রায় ২০০ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নানগারহার ও কুনার প্রদেশে আহত অন্তত ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তানে এর আগেও ভয়াবহ প্রাণহানি ঘটেছে। ২০২২ সালে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে দেশটিতে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিলেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD