২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আবুধাবিতে এনভিডিয়া-টিআইআই যৌথ এআই গবেষণাগার চালু

admin
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১৯:১৪:১২
আবুধাবিতে এনভিডিয়া-টিআইআই যৌথ এআই গবেষণাগার চালু

Manual6 Ad Code

আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সংযুক্ত আরব আমিরাতে একটি যৌথ গবেষণাগার চালু করেছে। সোমবার টিআইআই এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাবটি মূলত পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ও রোবোটিকস প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি মধ্যপ্রাচ্যে এনভিডিয়ার প্রথম এআই টেকনোলজি সেন্টার

টিআইআইয়ের প্রধান নির্বাহী নাজওয়া আরাজ জানান, বিশেষায়িত এজ জিপিইউ চিপ ব্যবহার করে হিউম্যানয়েড, চার পা বিশিষ্ট রোবট ও রোবোটিক বাহু নিয়ে কাজ করা হবে। এ ক্ষেত্রে নতুন থর চিপ ব্যবহৃত হবে, যা উন্নত রোবোটিক সিস্টেম তৈরিতে সহায়ক হবে।

Manual7 Ad Code

টিআইআই আবুধাবি সরকারের অধীনস্থ অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলের প্রয়োগকৃত গবেষণা শাখা। এ উদ্যোগের মাধ্যমে আমিরাতকে বৈশ্বিক এআই শক্তি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Manual5 Ad Code

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় সফরে গেলে আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণে বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়। এ প্রকল্পে উন্নত এনভিডিয়া চিপ ব্যবহারের কথা থাকলেও চীনের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নিরাপত্তা উদ্বেগ থাকায় চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি।

নাজওয়া আরাজ আরও জানান, টিআইআই অনেক দিন ধরে এনভিডিয়ার সঙ্গে কাজ করছে এবং তাদের নিজস্ব ভাষা মডেল প্রশিক্ষণে ইতিমধ্যে এনভিডিয়ার চিপ ব্যবহার করেছে। প্রায় এক বছর আগে যৌথ ল্যাব প্রতিষ্ঠার আলোচনা শুরু হয় এবং প্রকল্পের জন্য উভয় পক্ষের দল ছাড়াও নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

Manual1 Ad Code