সিলেট প্রতিনিধি :
মানবিক সহায়তার অংশ হিসেবে মোঃ আব্দুল জব্বার ট্রাস্টের উদ্যোগে সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র, অসহায় ও এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গুলাম সারুয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদ সদস্য মেনন দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হক, ইউনিয়ন পরিষদ সদস্য সাদিকুর রহমান খান, মাওলানা ইমরান খান, মাওলানা আব্দুল হান্নান, ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আসাদুজ্জামান, জুবায়ের মজিদ মিয়া, ধন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা মোঃ আব্দুল জব্বার ট্রাস্টের মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব, যা মোঃ আব্দুল জব্বার ট্রাস্ট দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, অতীতের মতো আগামীতেও মোঃ আব্দুল জব্বার ট্রাস্ট মানবসেবায় অগ্রণী ভূমিকা রেখে এলাকার অসহায়, হতদরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে থাকবে—এটাই সকলের প্রত্যাশা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন তামিম খান।