১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আব্দুল মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

admin
প্রকাশিত ২৫ জুন, বুধবার, ২০২৫ ০১:৩৬:৩৩
আব্দুল মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Manual1 Ad Code

সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের আব্দুল মুমিন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এ সময় বাকি ১২ জনকে বেকসুর খালাস দেন আদালত।

Manual6 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের নিজ গ্রামের আব্দুল জলিলের ছেলে কাওসার আহমদ, কয়েছ আমদ, ছয়েফ আহমদ, জুনেদ আহমদ, শফিকুর রহমানের ছেলে শাহীন আহমদ, তজামুল আলীর ছেলে সরোয়ার হোসেন, বারহাল ইউনিয়নের পুটিজরি গ্রামের গুলজার হোসেন ও বিয়ানীবাজার উপজেলার সুরাবৈতের আব্দুল কাদির। তাঁদের মধ্যে মঙ্গলবার আদালতে শাহীন ও জুনেদ উপস্থিত ছিলেন। আর বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

নিহত মুমিনের শ্বশুর সাত্তার মিয়া আজকের পত্রিকাকে জানান, ‘মুমিন হত্যায় জড়িত রয়েছেন অন্তত ২০ জন। সব প্রমাণাদি থাকার পরও আদালত মাত্র ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দিয়ে দেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’

Manual1 Ad Code

মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লালা আজকের পত্রিকাকে জানান, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

Manual6 Ad Code