১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আমতলীতে ওষুধ ব্যবসায়ীকে হাতুড়ি–রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম, এক লাখ টাকা ছিনতাই

admin
প্রকাশিত ২২ নভেম্বর, শনিবার, ২০২৫ ১৮:১৬:১৫
আমতলীতে ওষুধ ব্যবসায়ীকে হাতুড়ি–রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম, এক লাখ টাকা ছিনতাই

Manual5 Ad Code

বরগুনার আমতলী পৌর শহরে মো. সোবাহান খলিফা নামে এক ওষুধ ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাবিব খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আহত সোবাহান খলিফা আশ্রাফ আলী খলিফার ছেলে। তিনি এ কে স্কুল সড়কে একটি ফার্মেসি পরিচালনা করেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ওয়াপদা এলাকার বাসায় ফেরার পথে ছয়–সাতজন সন্ত্রাসী ওত পেতে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual2 Ad Code

অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তাঁর কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। সোবাহান খলিফার চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আজ শনিবার বিকেলে আহত সোবাহান খলিফা বাদী হয়ে পশ্চিম ঘটখালী এলাকার হাবিব খানকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তবে অভিযুক্ত হাবিব খান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গত বুধবার উল্টো সোবাহান খলিফাই তাঁকে দোকানে আটকিয়ে মারধর করেছিলেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, আহত ব্যক্তির মাথা ও শরীরে জখমের চিহ্ন রয়েছে এবং তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual2 Ad Code

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code