গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি, দুজন হাসপাতালে ভর্তি
বরগুনা, বুধবার: বরগুনার আমতলী উপজেলায় বিরোধপূর্ণ জমিতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোশাররফ হাওলাদার ও জসিম গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে জসিম গাজীর লোকজন ওই জমিতে গরু বাঁধে ও ঘাস খাওয়ায়। এতে মোশাররফ হাওলাদারের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় আহত হয়েছেন মোশাররফ হাওলাদার (৫৮), মেহেদী হাসান (২৮), রাহাত (২৭), জসিম গাজী (৩৯), মজনু গাজী (৩৬), মনির গাজী (৪৫), জহির গাজী (৪০), মন্নান গাজী (৬৫), স্বাধীন গাজী (২৫) ও আবু সাইদ (১২)। তাঁদের মধ্যে গুরুতর আহত জসিম গাজী ও মজনু গাজীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত জসিম গাজী অভিযোগ করেন,
“আমার জমির ঘাস খাওয়াতে গরু বাঁধি। মোশাররফ হাওলাদার ও তাঁর লোকজন বাধা দিয়ে আমার লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।”
অন্যদিকে আহত মোশাররফ হাওলাদার বলেন,
“জসিম গাজীর লোকজন আমার লোকজনকে পিটিয়েছে, এতে আমার পাঁচজন আহত হয়েছে।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন,
“আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,
“এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”