১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

admin
প্রকাশিত ২১ জুন, শনিবার, ২০২৫ ২৩:২৩:০৬
আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

Manual8 Ad Code

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানা গেছে।

Manual8 Ad Code

আজ শনিবার (২১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশি এই ৩৮ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন, মিনায় ১ জন ও আরাফাহে ১ জনের মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সবশেষ গতকাল শুক্রবার (২০ জুন) মৃত্যুবরণ করেন নাটোরের সিংড়ার মোছা. ফিরোজা বেগম (৬৩) ও সিরাজগঞ্জের রায়গঞ্জের মোছা. ফাতেমা খাতুন (৪৪)। তাঁদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১১ জন।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৮১ জন। সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ১৯ জন।

Manual6 Ad Code

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফিরবেন। এর আগে হজ ফ্লাইট পরিচালনা শুরু হয় ২৯ এপ্রিল ও শেষ বিদেশগামী ফ্লাইটটি ১ জুন বাংলাদেশ থেকে ছেড়ে যায়।

Manual2 Ad Code