২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

আরসার প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

admin
প্রকাশিত ০৯ জুলাই, বুধবার, ২০২৫ ১৭:৩৮:৫৩
আরসার প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

Manual8 Ad Code

ফোর মার্ডারের মামলায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ এই রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual5 Ad Code

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসাপ্রধান আতাউল্লাহকে আদালতে তোলা হয়। আদালতে আদেশ শেষে তাঁকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তথ্যমতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। গত বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে র‍্যাব।

Manual5 Ad Code