আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চাইলেন দোয়া

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চাইলেন দোয়া

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাক্ষাৎ হয়েছে। আজ সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে এসে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় তিনি ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান।

আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রদূত সকালে মাদ্রাসায় পৌঁছালে তাঁকে হেফাজত নেতারা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আসেন ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় হেফাজতের আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরে তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন। ফিলিস্তিন রাষ্ট্রদূত হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ইউসুফ রামাদান হেফাজতের আমিরের কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান। সৌজন্য সাক্ষাতে ইসলাম ও মুসলিম স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন আমির ও রাষ্ট্রদূত।

পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউসুফ এস ওয়াই রামাদান। সেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের বলেন, ‘দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে এসেছি। বাংলাদেশের সরকার, জনগণ ও হেফাজত নেতারা সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। আমি এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ।’

হেফাজতের নেতা ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা এবং মুসলিম ও ইসলামের স্বার্থরক্ষায় হেফাজতের আমিরের অবস্থানকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত আশা করেন, গাজাবাসীর পক্ষে হেফাজত ভবিষ্যতে আরও জোরদার ভূমিকা রাখবে।

সর্বশেষ নিউজ