সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
একটি রোজা, এক বছরের গুনাহ মাফ! আপনি কি জানেন আশুরার রহস্য? ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম, যার দশম দিনটি পরিচিত ‘আশুরা’ নামে। এ দিনটি ইসলামে গভীর তাৎপর্যপূর্ণ, বিশেষ করে রোজা রাখার ফজিলতের কারণে।
হিজরত করে মদিনায় আসার পর মহানবী হজরত মুহাম্মদ (সা.) লক্ষ্য করেন যে, ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। কারণ জানতে চাইলে তারা বলেন, এই দিনে আল্লাহ তাআলা মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্ত করেছিলেন, সেই কৃতজ্ঞতায় তারা রোজা রাখে। তখন রাসুল (সা.) বলেন, “মুসার (আ.) প্রতি আমাদের অধিক হক রয়েছে”—এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবিদেরও উৎসাহ দেন। (সহিহ মুসলিম)
হযরত হাফসা (রা.) বলেন, রাসুল (সা.) চারটি আমল নিয়মিত করতেন:
১) আশুরার রোজা
২) জিলহজের প্রথম দশ দিনের রোজা
৩) প্রতি মাসে তিনটি নফল রোজা
৪) ফজরের আগে দুই রাকাত সুন্নত নামাজ। (সুনানে নাসাঈ)
এক বছরের গুনাহ মাফের আশ্বাস
রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজা সম্পর্কে বলেন,
“আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ মোচন করবে।”
(সহিহ মুসলিম)
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রমজানের পর আশুরার রোজার প্রতি রাসুল (সা.) সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। (সহিহ বুখারি)
কেন দুটি দিন রোজা? ইহুদিরা কেবল ১০ মহররম রোজা রাখত। মুসলমানরা যেন তাদের অনুসরণ না করে, সেজন্য রাসুল (সা.) আশুরার আগের বা পরের দিন মিলিয়ে দুই দিন রোজা রাখতে বলেন।
তিনি বলেন,
“আশুরার রোজা রাখো এবং এতে ইহুদিদের ভিন্নতা করো—আগে বা পরে একদিন বাড়িয়ে রোজা রাখো।”
(মুসনাদে আহমদ)
২০২৫ সালের আশুরার তারিখ ও রোজা রাখার সময়সূচি
১৪৪৭ হিজরির মহররম মাস শুরু হয়েছে ২০২৫ সালের ২৭ জুন থেকে। সেই হিসেবে ১০ মহররম অর্থাৎ আশুরা পড়েছে ৬ জুলাই (রবিবার)।
দুই দিন রোজা রাখতে চাইলে:
৫ ও ৬ জুলাই (শনিবার ও রবিবার) অথবা ৬ ও ৭ জুলাই (রবিবার ও সোমবার) রোজা রাখতে পারেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD