নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। ছোটখাটো মতানৈক্য থাকলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বেই আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনী জোট অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা
নাহিদ ইসলাম বলেন, “এই জোট নিয়ে জনগণের আকাঙ্ক্ষার জায়গা আছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যেন এই জোট অটুট থাকে। কোনো কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও জোট গঠনের প্রক্রিয়া থেমে থাকবে না, তা এগিয়ে যাবে।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে কোনো আলাদা দলীয় প্রার্থী থাকবে না; বরং জোটগতভাবে একক প্রার্থী দেওয়া হবে এবং শরিক দলগুলো একে অপরকে সহযোগিতা করবে।
গণতন্ত্রের উত্তরণ ও চ্যালেঞ্জ
জোট গঠনে বিলম্ব হওয়ার বিষয়টি স্বীকার করে এনসিপি আহ্বায়ক বলেন, “জোট গঠনের প্রক্রিয়ার জন্য আমরা খুব বেশি সময় পাইনি, ফলে কিছু কিছু ক্ষেত্রে মতভিন্নতা রয়েছে। তবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুতই এটি কেটে যাবে।”
তিনি আরও যোগ করেন যে, আগামী নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে এবং একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন।
বৈঠকের প্রেক্ষাপট
মগবাজারে অনুষ্ঠিত আজকের এই বৈঠকে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ জোটভুক্ত অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। মূলত নির্বাচনী আসন বণ্টন এবং প্রচারণার কৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল এজেন্ডা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের নেতৃত্বে এই জোট গঠন আসন্ন সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।